1.FILE BROWSER এর মাধ্যমে কম্পিউটার রাখুন ভাইরাস মুক্ত
প্রিয় ভাই/বোনেরা,
কেমন আছেন আপনারা সবাই? আমি আছি কোন রকম। Exam & teaching নিয়ে ব্যস্ত থাকায় টিউন করতে পারিনা । এ জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক আজ আমি আপনাদের সামনে কম্পিউটার কে ভাইরাস মুক্ত করা নিয়ে আলোচনা করব। :D
- – - – -
কম্পিউটার এ কয়েকটি ভাইরাস এক ফোল্ডার থেকে আর ১ ফোল্ডার এ দৌড়াদৌড়ি করে। যেমন ঃ-
১. Trojan Horse
২. Autorun
৩. Win32
৪. Hijack ভাইরাস অন্যতম।
তাই আমরা যদি ব্রাউজার এর মাধ্যমে ফাইল ব্রাউজ করি তবে এ থেকে পরিত্রান পেতে পারি। এ জন্য আপনাকে প্রথমে ছোট্ট ১ টি html ফাইল বানাতে হবে।ফাইল টা দেখতে হবে 
এবং এর ভিতরের কোডিং হবে ঃ

যদি কারো ড্রাইভ বেশি থাকে তবে আপনি কোডিং দেখে ড্রাইভ বাড়িয়ে নিতে পারেন।
:)
2. ইন্টারনেটের স্পিড বাড়ান ২০%
মাইক্রোসফট এর ও.এস নেটের ২০% স্পিড আলাদা করে রাখে নিজের ব্যবহার যেমন উইন্ডোজ আপডেটের জন্য। আপনি ইচ্ছে করলে সেই রিজার্ভ ২০% ব্যাবহার করতে পারেন।
স্টার্ট মেন্যুতে ক্লিক করে 'রান'-এ ক্লিক করুন। এবার সেখানে 'gpedit.msc' টাইপ করুন।
এরপর 'policy editor' তারপর 'Local Computer Policy'তে যান।
এরপর 'Computer Configuration'-এ
এরপর 'Administrative Templates' -এ ডবল ক্লিক করুন, তারপর 'Network'-এ তারপর 'QOS Packet Scheduler' এবং এরপর 'Limit Reservable Bandwidth'-এ ডবল ক্লিক করুন।
ওখানে বাই ডিফল্ট 'not configured' দেখবেন। কিন্তু পাশের এক্সপ্লেইন ট্যাব পড়লেই বুঝতে পারবেন আপনার ২০% ব্যান্ডউইডথ রিজার্ভ করা আছে। আপনি নিচের 'ENABLE' বাটনে ক্লিক করুন এবং 'reservable bandwidth' শুণ্য শতাংশ(০%) করে দিন। এভাবে আপনি ইন্টার্নেটের ২০% স্পিড বাড়াতে পারেন।
:D :)